পাইকগাছায় চতুর্থ শ্রেণীর ছাত্রীর আত্বহত্যা!

মোঃ মানছুর রহমান (জাহিদ)।। | প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৫:৫৭

মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৫:৫৭

ফাইল ফটো

পাইকগাছার রাড়ূলী গ্রামের জুলফিকার গাজীর মেয়ে মরিয়াম (৯) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে পার্শ্ববর্তী বোরহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। শনিবার সকালে তাদের থাকার ঘরের আড়াতে রশি দিয়ে আত্বহত্যা করে সে। স্হানীয়রা জানায় মায়ের কাছে টিফিন চেয়েছিল সে। এ সময় তার মা বাড়ির বাইরে ছিল। আসতে দেরী হওয়ায় অভিমান করে এ ঘটনা ঘটাতে পারে বলে জানা যায়। অন্যদিকে মেয়ে মরিয়ামের মাংশ খাওয়ার আবদার মিটাতে বাজারে গিয়েছিল বাবা জুলফিকার। কিছুক্ষণ পরে তার মা এসে দেখে মরিয়াম ঘরের আড়ায় গলায় রশি দিয়ে ছটফট করছে। তাৎক্ষণিক তাকে আড়া থেকে নামিয়ে গ্রাম‍্য ডাক্তার এর কাছে নিয়ে যায়। ডাক্তার খারাপ অবস্থা দেখে হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাইরায় ইয়াসমিন পিংকি জানান। পাইকগাছা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান,মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।




আপনার মূল্যবান মতামত দিন: