মণিরামপুরে লোডশেডিং এ ক্ষতির মুখে পোল্ট্রি খামারিরা

মণিরামপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৩ জুন ২০২৩ ১৬:৫২

মণিরামপুর প্রতিনিধি:
প্রকাশিত: ৩ জুন ২০২৩ ১৬:৫২

ফটো:নিউজ প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় ঘনঘন লোডসেডিং এবং তীব্র তাপদাহের কারণে ব্রয়লার মুরগির ফার্মে মুরগি মারা যাচ্ছে। খামারি বা বলছেন, অতিরিক্ত তাপদাহের আর ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মুরগি হিটস্ট্রোকে মারা যাচ্ছে। দেবীদাসপুর গ্রামের তরুণ উদ্যোক্তা পোল্ট্রি খামারি হাসানুল হক মুন্না বলেন, বিদ্যুতের যে পরিমাণ লোডশেডিং হচ্ছে তাতে আর এ খামার করা যাবে না। আমার খামারে প্রতি দিনিই ২০ থেকে ৩০ টা মুরগি অতিরিক্ত লোডশেডিং এর কারণে মারা যাচ্ছে। আমি আমার মা কামরুন্নাহার নামে একটি বাড়ি একটি খামার থেকে ৩৯০০০ টাকা লোন করে পোল্ট্রি খামার করেছি আর এখন কিভাবে লোন পরিশোধ করব?

সরকারের কাছে আকুল আবেদন দ্রুত লোডশেডিং সমস্যা সমাধান করা হোক।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ সূত্রে জানা যায় , এ বছর গ্রীষ্ম, সেচ মৌসুম এবং রোজা একসাথে হওয়াতে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌছনো সহ ৫০ বছরের তাপমাত্রার রেকর্ড ভেঙ্গে বর্তমানে যে নজিরবিহীন দাবদাহ চলছে তাতে ধারণার চেয়েও বিদ্যুতের চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। ফলে দেশের অনেক জায়গায় লোডশেডিং করতে হচ্ছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রচন্ড কষ্ট হচ্ছে। এ অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি সমিতি ২ আন্তরিক সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করেছেন।




আপনার মূল্যবান মতামত দিন: