
অনলাইন নিউজ ডেস্ক।। প্রথমবারের মতো আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কোনো সংগঠক। গত ৩১ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন কংগ্রেস ও নির্বাচনে সহসভাপতি হয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।
সাধারণ সম্পাদক ছাড়াও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের কংগ্রেসে যোগ দিয়েছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের দুই যুগ্ম সম্পাদক গাজী মো. মোজাম্মেল হক ও এস এম নেওয়াজ সোহাগ।
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কুয়েতি বিনোদ কুমার তিওয়ারি এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছে মালয়েশিয়ান সত্যশিভম মুনিসামি।
ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশে ফিরে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেছেন, ‘এটি বাংলাদেশের জন্য সম্মানের। আমরা দেশে কাবাডির উন্নয়ন করতে চাই। এখন আমরা বিশ্ব পর্যায়ে কাবাডির উন্নয়ন নিয়ে কাজ করতে পারবো।’


আপনার মূল্যবান মতামত দিন: