গজারিয়া সড়ক দুর্ঘটনায় মিনি ট্রাক চালক নিহত

জেলা প্রতিনিধি। | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১১

জেলা প্রতিনিধি।
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১১

ফাইল ফটো।

ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।। মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় রডভর্তি ট্রাকের সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনায় মিনি ট্রাক চালক নিহত হয়েছে।

নিহত মিনি ট্রাক চালকের নাম কামাল হাওলাদার (২৫)। সে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা বাঁশবুনিয়া গ্রামের নূরে আলম হাওলাদারের ছেলে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামগামী লেনে রডভর্তি একটি ট্রাক ইউটার্ন নিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক রডভর্তি ট্রাকের পিছনে ধাক্কা দিলে দুটি গাড়িই উল্টে উল্টে যায়। এতে মিনি ট্রাকের চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির নিচ থেকে নিহত মিনি ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেন।


গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর জুলহাজ উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আপনার মূল্যবান মতামত দিন: