
বিশেষ প্রতিনিধি।।
যশোরে দশ পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনা হতে আগত সম্মানিত পুলিশ সুপার (অপারেশনস্ ও ট্রাফিক) জনাব তোফায়েল আহম্মেদ।এসময় তিনি সদ্য পদোন্নতি প্রাপ্ত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সদ্য পদোন্নতি প্রাপ্তরা হলেন, এসআই নিরস্ত্র আলহাজ, আশরাফ, মামুন, আশিক, তৌহিদ, সুরঞ্জিত, সাজেদুর, আঃ কুদ্দুস, শামসুল, দিদারুল। উক্ত ব্যাজ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা(ডিএসবি), যশোর, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) যশোরসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

আপনার মূল্যবান মতামত দিন: