
মণিরামপুর প্রতিনিধি।।
গত ১০ জাতীয় সংসদ নির্বাচনের ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দুপুর ২টার সময় কলস মার্কার বিরুদ্ধে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. খান টিপু সুলতানের নৌকা প্রতীকের পোষ্টার লাগাতে গিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসী চক্রের হাতে প্রকাশ্যে দিবালোকে খুন হন জেলা কৃষকলীগ নেতা শফি কামাল। আজ ২৬ ডিসেম্বর ছিল শফি কামাল হত্যার ৮ বছর। আর এই ৮ বছর পূর্তিতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শফি কামালের ৮ম শাহাদাৎ বার্ষিকতে কোরান খতম, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার উপজেলার গরীবপুর-চাঁদপুর দাখিল মাদ্রাসা মাঠে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান।
ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শামছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও মরহুমের কনিষ্ঠ পুত্র প্রভাষক মামুনুর রশিদ জুয়েল ও উপজেলা ছাত্রলীগনেতা হাদিউজ্জামান হাদীর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্না, মরহুমের জৈষ্ঠ্য পুত্র সাংবাদিক হারুন-অর-রশিদ সেলিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আজিম হোসেন, আয়ুব পাটোয়ারী, বাবুলাল চৌধুরী, যুবলীগনেতা মুঞ্জুর আলম মঞ্জু, এসএম লুৎফর রহমান, রবিউল ইসলাম রবিসহ আ’লীগ ও তার সহযোগী/অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসি।
অপরদিকে নিহতের পরিবার ও এলাকাবাসির পক্ষ থেকে স্থানীয় ইউপি’র বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: