নৌকা প্রতীকের পোষ্টার লাগাতে গিয়ে খুন হয় শফি কামাল; ৮ বছর পূর্তিতে স্মরণসভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১ ১৪:০০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১ ১৪:০০

ছবি সমসাময়িক

মণিরামপুর প্রতিনিধি।।

গত ১০ জাতীয় সংসদ নির্বাচনের ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দুপুর ২টার সময় কলস মার্কার বিরুদ্ধে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাড. খান টিপু সুলতানের নৌকা প্রতীকের পোষ্টার লাগাতে গিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের চিহ্নিত সন্ত্রাসী চক্রের হাতে প্রকাশ্যে দিবালোকে খুন হন জেলা কৃষকলীগ নেতা শফি কামাল। আজ ২৬ ডিসেম্বর ছিল শফি কামাল হত্যার ৮ বছর। আর এই ৮ বছর পূর্তিতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও মণিরামপুর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শফি কামালের ৮ম শাহাদাৎ বার্ষিকতে কোরান খতম, স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহষ্পতিবার উপজেলার গরীবপুর-চাঁদপুর দাখিল মাদ্রাসা মাঠে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্য কাজী মাহমুদুল হাসান।
ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক শামছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক ও মরহুমের কনিষ্ঠ পুত্র প্রভাষক মামুনুর রশিদ জুয়েল ও উপজেলা ছাত্রলীগনেতা হাদিউজ্জামান হাদীর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্না, মরহুমের জৈষ্ঠ্য পুত্র সাংবাদিক হারুন-অর-রশিদ সেলিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুবলীগনেতা ও পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, আজিম হোসেন, আয়ুব পাটোয়ারী, বাবুলাল চৌধুরী, যুবলীগনেতা মুঞ্জুর আলম মঞ্জু, এসএম লুৎফর রহমান, রবিউল ইসলাম রবিসহ আ’লীগ ও তার সহযোগী/অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসি।
অপরদিকে নিহতের পরিবার ও এলাকাবাসির পক্ষ থেকে স্থানীয় ইউপি’র বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে মরহুমের জন্য দোয়া কামনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: