এ্যাড. আসাদুজ্জামানের স্বরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্টান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১ ০৬:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১ ০৬:৩০

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরার আজ শনিবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব এ্যাডভোকেট আছাদুজ্জামান এমপির ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সকালে ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে আছাদুজ্জামনের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সহ সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, সেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাহউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ অন্যান্য নেতৃবৃন্দ । স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে দিনব্যাপী মাগুরা ডায়াবেটিক ও চক্ষু হাসপাতালে এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের এসএসসি ব্যাচ আছাদুজ্জামনের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধের ব্যবস্থা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: