পাইকগাছায় মোহাম্মদ আলীর বার্ষিকীতে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১ ০৮:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১ ০৮:৪৮

ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সমাজ সেবক শিক্ষানুরাগী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের সাথী প্রবীণ নেতা মহরম শেখ মোহাম্মদ আলীর ১ম মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত আলোচনা সভা দোয়া মাহফিল ও প্রায় ২শত অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের মধ্য দিয়ে প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটির নিজ বাসভবনে ৩৪ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় প্রায় দুই শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও বি এম দপ্তর সম্পাদক মৃত শেখ মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র অধ্যাপক ডাঃ শেখ শহীদ উল্লাহ। বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সুদক্ষ চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, গদাইপুর ইউনিয়ন সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, ঈদ্রিসুর রহমান মন্টু, হেমেশ চন্দ্র মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, জি এম ইকরামুল ইসলাম এস এম শামছুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন, সাহাজান কবীর, প্রভাষক মমিন উদ্দীন, বাবুল আক্তার, নূরআলী মোড়ল, সাবেক ইউপি সদস্য শেরআলী সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী, যুগ্মসাধারণ সম্পাদক আবু নাইম, পৌর ছাত্রলীগের সভাপতি আবির আকাশ সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ জয়, মেহেদী হাসান নান্টু,সহীদ হোসেন,সহ আ'লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: