
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
পৌষের শুরুতে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্রসীমার মানুষের কষ্টের আহাজারী বর্তমান, এই অসহায়তার শেষ দেখতে নিজ উদ্দ্যোগে শীতবস্ত্র বিতারণ করলেন সিরাজগঞ্জের দায়রা জজ। আজ মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের পাশে এসে ৩৬০ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বিচারক আব্দুল্লাহ আল মামুন। তিনি সিরাজগঞ্জে জেলা ও দায়রা জজ হিসাবে কর্তব্যরত আছেন। তিনি বাবুখালীর সন্তান, এই এলাকার সন্তান হিসাবে এলাকার খেটে খাওয়া মানুষের পাশে থাকার অভিপ্রায়ে আজকের এই আয়োজন। প্রকাশ থাকে যে উনি এই ইউনিয়নের আকসারচর গ্রামের মৃত মোঃ মোজাহার হোসেনের ছেলে। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বাবুখালী ইউনিয়নে তার নিজ গ্রামে ব্যক্তিগত উদ্দোগে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। এ মহতি আয়োজনের পাশে থেকে বিশেষ সহযোগীতা করেছেন অত্র ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলী। আরে উপস্হিত ছিলেন সমাজসেবক মিজানুর রহমান পলাশ, সিআইডি ইন্সপেক্টর ময়েন উদ্দিন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড মেম্বর হিজবুল আলম, মোঃ আনোয়ার পারভেজ, কামরুল হাসান সহ প্রমূখ। বিচারক আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছি। কারণ, গ্রামের অনেকেরই পর্যাপ্ত শীতের কাপড় নেই, পৌষের শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তাই, শীতের কষ্ট লাগবে নিজ উদ্যোগে প্রায় চার শতাধিক কম্বল বিতরণ করেছি। সামনের দিনগুলোতে আরও বিতরণ করা হবে। এভাবে সমাজের বিত্তবানদের সামাজিক রাজনৈতিক ব্যক্তি প্রতিষ্টানকে এগিয়ে আশার আহবান করেন।

আপনার মূল্যবান মতামত দিন: