প্রমিলা হ্যান্ডবলে চাম্পিয়ন কাজী সালিমা হক স্কুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১ ১৬:৪৪

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২১-২২ এর আওতায় শালিখা বুনাগাতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে । দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৬টি দলের মধ্যে ৪টি দল অংশ নেয় । ১ম খেলায় পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মুখোমুখি হয়ে ২-২ পয়েন্টে সমতা আনে। পরবর্তীতে টাইব্রেকারে পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২-০ পয়েন্টে আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে। ২য় খেলায় আড়পাড়া আইডিয়াল স্কুল ০-৩ পয়েন্টে বুনাগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কাছে পরাজিত হয়। ফাইনাল খেলায় পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় মুখোমুখি হয় বুনাগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের । তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলায় পুলুম কাজী সালিমা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ০-৮ পয়েন্টে বুনাগাতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে শালিখা উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন । এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: