পাইকগাছায় জমি নিয়ে প্রতিপক্ষের মারপিটে মা-ছেলে রক্তাক্ত জখম'; থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:৫৪

ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। খুলনার পাইকগাছায় আলমতলায় ভিটেবাড়ী জমির বিরোধে প্রতিপক্ষের মারপিটে একই পরিবারের মা ও ছেলে রক্তাক্ত জখম হযেছেন।২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১ টার দিকে আলমতলা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। আহত নারী রেবেকা ইয়াসমিনের মাথা-নাক কপালের আঘাত গুরুতর বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানাগেছে, লস্কর ইউপি'র আলামতলা গ্রামে ভিটেবাড়ীর জমি নিয়ে স্থানীয় মজিদ সরদার ও প্রতিবেশী আঃ রহমান সরদার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে ইতোমধ্যে একাধিক শালিশী হয়েছে, মারামারী সহ থানায় পাল্টা-পাল্টি অভিযোগের ইতিহাস রয়েছে। সর্বশেষ দু'পক্ষ মুখোমুখি হলে পুলিশ দু'পক্ষকে থানা হেফাজতে আনলে স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম লিটন মিমাংসার শর্তে মুচলিকার বিনিমেয় দু'পক্ষকে মুক্ত করেন বলে জানা যায়। এদিকে মজিদ সরদার অভিযোগ করেছেন, শর্ত ভঙ্গ করে প্রতিপক্ষ লোকমান-রহিম সরদার গংরা পুর্ব প্রস্তুতি নিয়ে বিরোধ পুর্ন জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এ সময় ইউপি সদস্যকে নিয়ে ঘটনাস্থলে এসে বাঁধার সৃষ্টি করলে দু'পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। মজিদ সরদারের স্ত্রী রেবেকা অভিযোগ করেন ঝগড়ার এক পর্যায়ে রহিম, রহমান, লোকমান সরদার সহ অনেকে দা-শাবল, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মজিদ সরদারের ছেলে আলাউদ্দিন (২০) ও স্ত্রী রেবেকা ( ৪৭) রক্তাক্ত জখম হয়। মারপিটে মা-ছেলের হাত-পা সহ মাথা,নাক ও কপালের আঘাত গুরুতর। আহরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে ভর্তি রয়েছেন। এ ঘটনায় মজিদ সরদার বাদী হয়ে প্রতিপক্ষ লোকমান-রহিম গংদের বিরুদ্ধে এজাহার দাখিল করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে এ বিষয়ে ইউপি সদস্য শরিফুল ইসলাম লিটন জানান, বিরোধপুর্ন জমিতে লোকমান গংরা ঘর বাঁধার চেষ্টা করলে খবর পেয়ে আমি সহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে কাজ বন্দ করার কথা বলি। এরই মধ্যে লোকমান গংরা ক্ষিপ্ত হয়ে মারপিট করলে মজিদের স্ত্রী-ছেলে জখম হলে হাসপাতালে পাঠিয়ে দেই।


আপনার মূল্যবান মতামত দিন: