যশোরে স্কুল শিক্ষকের বিচালি গাদায় আগুন, ধরিয়ে দিয়েছে কে বা কারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১ ১৪:০১

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

মোঃ ওয়াজেদ আলী কুয়াদা (যশোর) প্রতিনিধি।।

যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০৪ নং ওয়ার্ড ভাটপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মুকুন্দ কুমার রায় এর বিচালি গাদায় আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা। বুধবার রাত আনুমানিক ১১ টার সময় থেকে রাত ১২ টার সময় মধ্যে আমার বিচালি গাদায় আগুন ধরিয়ে দিয়েছে রাত ৪টার সময় ফোন আলাপে জানতে পারি। রাতে এই ঘটনা দেখে স্হানীয় আত্মীয় স্বজনের চিৎকারে এলাকার মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। সরেজমিনে গিয়ে দেখা যায় শিক্ষকের বিচালী গাদা আগুনে ধরে পুড়িয়ে যাওয়ার দৃশ্য। এই ঘটনা বিষয় স্কুল শিক্ষক মুকুন্দ কুমার রায় এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বুধবার গভীর রাতে আনুমানিক রাত ৪ টা সময় আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা আমার বিচালি গাদায় ফোন আলাপে জানতে পারেন পরে সকালে এসে দেখে আমার প্রায় ১০ কাউন বিচালি গাদা করে রেখে ছিলাম। আমি গ্রামের বাড়িতে ঘটনার দিন আমি রাতে ছিলাম না এরই সুযোগে কে বা কারা আমার বিচালি গাদায় আগুন ধরিয়ে পুড়িয়ে দিল। এই ঘটনা বিষয় শিক্ষক মুকুন্দ কুমার রায় বলেন, ঘটনার বিষয় নিয়ে আমি নিজেই আইনের আশ্রয় নেব। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজাম উদ্দিন বলেন, আমি আজ সকালে বিষয়টি শুনলাম পরে এসে দেখলাম বিচালি গাদায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়েছে তাদের এমন কাজটি করা ঠিক হয়নি। ইউপি সদস্য সাইফুল ইসলাম লিটন বলেন, সকালে শুনে ঘটনা স্থান পরিদর্শন করি। যার বিচালি গাদায় আগুন ধরিয়ে দিয়েছে তারা সমাজের কেউ ভাল মানুষ নয়, একজন শিক্ষকের বিচালি গাদায় আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়েছে তারা সমাজের চোখে জনগণের চোখে খুবই আতংকিত জনক। যে এই এ কাজটি করেছে তাকে ধরে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনার বিষয় থানায় অভিযোগ করবেন বলেন জানান।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: