বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর জেলা কমান্ড কাউন্সিলের সাথে মতবিনিময় কর্মসূচি 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১ ১৮:০৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১ ১৮:০৭

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি৷।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর ০৬জানুয়ারি ২০২২ তারিখে ঢাকায় আন্দোলনের কর্মসূচি সফল করার লক্ষ্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর জেলা কমান্ড কাউন্সিল  জেলার প্রতিটি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির সাথে বিশেষ মতবিনিময় সভার ডাক দিয়েছে। মতবিনিময় কর্মসূচি সফল করা লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সদস্য সচিব স্বাক্ষরিত একটি চিঠি সকল ইউনিটকে প্রদান করেছে। উল্লেখিত প্রতিটি মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর যুগ্ম-আহ্বায়ক ও যশোর জেলার আহ্বায়ক কাজী টিটো,  অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্র ও জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।  মতবিনিময় সভায় কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে তৃনমুল পর্যায়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন নেতৃবৃন্দ। মতবিনিময সভার তারিখঃ মণিরামপুর উপজেলা (২৩ ডিসেম্বর, বিকাল তিনটায়), ঝিকরগাছা উপজেলা  (২৪ ডিসেম্বর বিকাল ৩ টা), সদর উপজেলা (২৫ ডিসেম্বর বিকাল ৩ টা), বাঘারপাড়া উপজেলা (২৬ ডিসেম্বর বিকাল ৩ টা), অভয়নগর উপজেলা (২৭ ডিসেম্বর বিকাল ৩টা), চৌগাছা উপজেলা (২৮ ডিসেম্বর সকাল ১০ টায়) স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে সকলকে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: