
ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।।
পাক্ষিক গণমিছিল পত্রিকা এবং তার সহযোগী সংগঠন মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে পাক্ষিক গণমিছিল পত্রিকার সম্পাদক ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের পরিচালক এড এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে ২০ ডিসেম্বর (সোমবার)এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা উপস্থিত ছিলেন এডভোকেট রাশনা শারমিন আঁখী, মোঃ আলাউদ্দিন রাজা, শেখ সেকেন্দার আলী,এ কে আজাদ, রাবিদ মাহমুদ চঞ্চল, মোঃ আছাদুল ইসলাম,এফ এম বদিউর জামান, ফিরোজ আহমেদ, ফসিয়ার রহমান, উজ্জ্বল কুমার দাস,মানছুর রহমান জাহিদ,আবু মুসা, মোঃ জিয়াউদ্দিন নায়েব, আব্রাহাম সরকার,জি এম জাকির হোসেন মিন্টু, মোঃ সাইফুল ইসলাম, দেবপ্রসাদ মন্ডল, শাহজামান বাদশা, মোঃ বেল্লাল মোড়ল, সঞ্জয় কুমার ঢালী, বঙ্কীম চন্দ্র মন্ডল, সুরঞ্জন মন্ডল ও বিষ্ণুপদ বিশ্বাস প্রমুখ।সভায় বক্তারা তাদের সুবিধা,অসুবিধা এবং করনীয় কি তা জানতে চান ।পরবর্তীতে সভাপতি তার বক্তৃতায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।একই সাথে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপস্থিত সকলে সহযোগিতা করতে একমত পোষণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এডভোকেট রাশনা শারমিন আঁখী।

undefined
আপনার মূল্যবান মতামত দিন: