
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর।।
গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র মো আসাদুর রহমান কিরণে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া,গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক মো আতাউল্ল্যাহ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে সকল মুক্তিযুদ্ধাদের শীত বস্ত ও খাবার বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: