"বক্তাক্ত কারোটি" নাটক মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১ ০৯:০৪

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মঞ্চস্থ হলো মাগুরায় 'গণহত্যার পরিবেশ থিয়েটার' শিরোনামে নাটক "‘রক্তাক্ত করোটি"। গতকাল শনিবার রাত্রে (পিটিআই) বধ্যভূমিতে পাক-হানাদার ও দোশর কর্তৃক গণহত্যার কাহিনি নিয়ে শাহীন রেজার রচনা ও ধীমান চন্দ্র বর্মণের নির্দেশনায় মাগুরা শিল্পকলা একাডেমি আয়োজনে স্হানীয় শিল্পীদের সমন্বয়ে নাটক "রক্তাক্ত করোটি" নাটকটি পরিবেশন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই আয়োজনটি করে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে, এ আয়োজনের আলোচনা সভায় ভার্চয়ালি যোগদানে প্রধান অতিথির বক্তব্য দেন, মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্টান উদ্ধোধন করেন মাগুরা-১ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু সহ অনেকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাগুরা জেলার সকলকে বক্তারা এ আয়োজন কে স্বাগত জানান।


আপনার মূল্যবান মতামত দিন: