সাতক্ষীরা তালায় বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২১ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ১৭:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ১৭:০২

ছবি সমসাময়িক
মোঃ মানছুর রহমান (জাহিদ)।। সাতক্ষীরা তালায় বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল-২০২১ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাংলাদেশ স্কাউটস এর তালা উপজেলা সাবেক সাধারন সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার ও শিক্ষক অলিউর রহমান এর সঞ্চালনায় আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক ও বাংলাদেশ স্কাউটস সম্পাদক মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা স্কাউটস এর সম্পাদক পল্টু বাসার, তালা শহীদ আলী আহম্মেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, মাধ্যমিক একাডেমী সুপার ভাইজার প্রভাষ কুমার দাশ, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী শিক্ষা অফিসার তপন কর্মকার, কাউন্সিলার স্বপন কুমার মিত্রপ্রমুখ। সভায় ৪৬৬ জন কাউন্সিলার কন্ঠভোটে তাদের প্রার্থী নির্বাচিত করেন। প্রথমে কুরআন তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভসুচনা করা হয়, এর পরে জাতীয় সংগীত ও স্কাউটস এর সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ স্কাউটস এর তালা উপজেলা পৃষ্ঠপোষক ও তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলার স্বপন কুমার মিত্র। উক্ত ত্রৈ-বার্ষিক সম্মেলনে কাউন্সিল কমিশনার হিসেবে নির্বাচিত হলেন বারাত সরকারী প্রধান শিক্ষক এনামুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে যথাক্রমে নির্বাচিত হন ৫জন। এর মধ্যে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, চোমরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, জেএন পল্লি মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রপালী রানী ঘোষ এবং তেরছি দাখিল মাদ্রাসার সুপার শফিকুল ইসলাম। সাধারন সম্পাদক বিসেবে নির্বাচিত হন কুমিরা বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহাংগীর হোসেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হন তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মোঃ জাহাংগীর।


আপনার মূল্যবান মতামত দিন: