বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আশিয়া আওয়ামীলীগ এর প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ১৬:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ১৬:৫৯

ছবি সমসাময়িক

নিজস্ব সংবাদ দাতা পটিয়া।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ১৬ ডিসেম্বর বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান কটুক্তি করায় তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ করেছেন পটিয়া আশিয়া ইউনিয়ন আওয়ামীলীগ। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নৌকার চেয়ারম্যান প্রার্থী এম এ হাশেম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আইয়ুব আলী চৌধুরী, দস্তগীরুল হক, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, আ'লীগ নেতা জাহাঙ্গীর আলম, উদয়ন বড়ুয়া, জসিম উদ্দিন, নজরুল ইসলাম, আজম খান, এস এম নজরুল, আবদুল রহিম, আবুল বশর, শওকত হোসেন খোকন, একেএম জমির উদ্দিন, মনসফ আলী, মেজবাউল করিম রাজীব, আনোয়ার হোসেন, শাহেদ সওদাগর প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটু্ক্তিকারী বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান অন্যতাই কঠোর কর্মসূচি দেওয়া হবে তারা জানান। এ বিষয়ে জানতে চাইলে বাথুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জানান, ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্কুলের উদ্যেগে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন সময় চেয়ারম্যান হাশেম সমথিত লোকজন এসে অনুষ্ঠান পন্ড করে দেন।অনুষ্ঠানে অনেক আওয়ামীলীগ এর নেতাকমী উপস্থিত ছিলেন এখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করা হয়নি। আমার নিবাচনী প্রতিপক্ষরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: