মাগুরায় বিশাল বিজয় শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ১৬:৫৪

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে আজ শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তি, সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিজয় শোভাযাত্রাটি নোমানি ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মাগুরা সদর আসনের উন্নায়নের কারিগর মাগুরা-১ আসনের সংসদ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামী লীগ সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মি অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শুরুর আগে নোমানী ময়দানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মাগুরা-১ আসন ও ২ আসনের সংসদসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন। সংক্ষিপ্ত আলোচনায় নেতারা বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বাধীনতাযুদ্ধে সকল শহীদ ও বীরাঙ্গনাদের রক্তের দান শ্রদ্ধার ভরে সরণ করেন, নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরো বলেন, গনতন্ত্রের মানস কন্যা, জন-নন্দিত নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণ দেশ এগিয়ে ডিজিটাল বাংলাদেশে রুপ নিয়েছে এবং আগামি ৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন, এবং বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগ হবে কান্ডারি।


আপনার মূল্যবান মতামত দিন: