পাইকগাছার গদাইপুর সহ চারটি কমিউনিটি ক্লিনিক" এর শুভ উদ্বোধন করেন-এমপি বাবু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ০৯:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ০৯:৫৬

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

মোঃ মানছুর রহমান (জাহিদ)।।

"মুজিব বর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ" খুলনার পাইকগাছা উপজেলায় নব-নির্মিত গদাইপুর,শ্যামনগর,মালথ,ও দক্ষিণ সলুয়া কমিউনিটি ক্লিনিক - এর শুভ উদ্বোধন করা হয়েছে।১৮ ডিসেম্বর (শনিবার) সকালে উক্ত চারটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন,পাইকগাছা- কয়রার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান, আনোয়ার ইকবাল মন্টু, উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ (বুলু),৭নং গদাইপুর ইউনিয়ন পরিষদের সুদক্ষ নব নির্বাচিত চেয়ারম্যান, শেখ জিয়াদুল ইসলাম জিয়া,২নং কপিলমুনি ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান, কওছার আলী জোয়ারদার, গদাইপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত সিএইচসিপি তারক চন্দ্র মন্ডল সহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ও অন্যান্য নেতৃবৃন্দরা।


undefined

আপনার মূল্যবান মতামত দিন: