কুসুমপুরায় নৌকা প্রার্থীর প্রধান কার্যালয় উদ্বোধনে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ০৬:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১ ০৬:১৭

ছবি সমসাময়িক
সেলিম চৌধুরী, চট্টগ্রাম।। দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার গ্রাম হবে শহর এ শ্লোগানে এগিয়ে যাচ্ছে। বাংলার প্রতিটি গ্রাম শহরে উন্নীত হয়ে আসছে। হাজার কোটি টাকার উন্নয়নের কাজ চলমান রয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কুসুমপুরা ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চুকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এসময় তিনি বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের বহিষ্কারের কথাটিও উপস্থিতিদের জানান দেন। দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ইব্রাহিম বাচ্চুকে জিতিয়ে আনার জন্য উদাত্ত আহŸান জানান। গতকাল শুক্রবার উপজেলার শান্তিরহাট এলাকায় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরীর পুত্র নাজমুল করিম চৌধুরী শারুন। আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কুসুমপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম হোসাইন রানার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, মুহাম্মদ ইমরান মনা, আবু সুফিয়ান টিপু, নুরুল আবছার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারন সম্পাদক আরেকুর রহমান আরেক, নাছির উদ্দিন, দিদারুল আলম পিংকু, নজরুল ইসলাম, হাজী কামাল, আছহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজমুল সাকের ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, মুহাম্মদ শাহেদ, পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল, পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আবদুল হান্নান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, আজম খান, হাফেজ মুহাম্মদ আইয়ুব প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: