
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
শুক্রবার ১৭ই ডিসেম্বর সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীতে ২০ বছর পূর্তি মাগুরা এস এস সি ২০০১ ব্যাচ এর এসো মিলি বন্ধুত্বের টানে পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিবাদ্য "বন্ধুত্বের বন্ধন থাকবে অটুট আজীবন" এসো মিলি বন্ধুত্বের টানে রি- ইউনিয়ন আপডেট "বন্ধুত্বের বন্ধন থাকবে অটুট আজীবন"বন্ধুরা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এ অনুষ্ঠান শুরু করা হয়। আজ ১৭ই ডিসেম্বর রিইউনিয়নের জন্য মাগুরা সরকারী কলেজ স্টেজ গ্রউন্ড এবং আতর আলী পাবলিক লাইব্রেরী এই দুইটা ভেন্যুর ব্যাপারে প্রথমিক ভাবে আলোচনা করা হলেও সেফটি সিকিউরিটি ও অন্যান্য বিষয় মাথায় রেখে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরীকে সিলেক্ট করা হয়েছে আর অনুষ্ঠানে কি কি ইভেন্ট থাকছে তার একটা তালিকা প্রস্তুত করা হয়েছে সেগুলো দেওয়া হল। মাগুরা, এস এস সি ২০০১ ব্যাচের রি- ইউনিয়ন অনুষ্ঠান শুরু হয় সকাল ০৯ টা থেকে। সকাল ০৯ টায় রিইউনিয়নের লগো যুক্ত গেঞ্জি বিতরণ। সকাল ০৯.৩০ মি. বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ১০.৩০ মি. থেকে ১২.৩০মি. পর্যন্ত পরিচিতি পর্ব।দুপুর ১ টায় নামাজের বিরতি। দুপুর ২ টায় খাবার পরিবেশন চলবে দুপুর ৩ টা পর্যন্ত। বিকাল ৩ টায় স্মৃতিচারণ অনুষ্ঠান। বিকাল ৪ টায় ক্রীড়া প্রতিযোগিতা। বিকাল ৫ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। আয়োজক কমিটির সদস্য সাংবাদিক শেখ ইলিয়াস মিথুন,কর্মরর্ত দেশ টিভি, জানায়,শত কষ্টের মাঝে সুন্দর পরিবেশে সব বন্ধুদের সঙ্গে মিলিত হতে পারে আমি আনন্দিত। আয়োজক কমিটির সদস্য সাংবাদিক,এ্যাড বানীব্রত কুন্ডু কর্মরর্ত ডিবিসি নিউজ বলেন, বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন প্রায় করা উচিত। আয়োজক কমিটির সদস্য তাসনীম আক্তার ঝুমুর কর্মরর্ত এলজিআরডি সহকারী প্রকৌশলী মাগুরা,বলেন, অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠান এবং আগামীতে আরো সুন্দর হবে আশা করি। এছাড়াও বন্ধুত্বের টানে পূর্নমিলনীতে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, এশিয়ান টেলিভিশনের বার্তা প্রযোজক রাজীব-উদ্-দৌলা জিকো,রেহমান নাছির রাজিব, দিপু,সুজন,জনি,দৈনিক আমার সংবাদ এর জেলা প্রতিনিধি সাংবাদিক মিরাজ আহমেদ ,কাজী মাহফুজা,শুক্লা,আব্দুর রহিম,টিপু সুলতান,জিকো,টিটো,সোনিয়া সুলতানা ,মারুফা সুলতানা মৌ,মহসিন,সহ অনন্ত ১৫০ শত কর্মজীবী বন্ধু।

আপনার মূল্যবান মতামত দিন: