
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা বাইকার গ্রুপের ১০ হাজার সদস্য পূর্তি অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ ১৬ই ডিসেম্বর সকালে প্রথমে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিজয় রেলি শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামের সামনে কেক কাটা হয় এবং মহেশখালী কমলার বাগান, নীলকুঠি বাড়ি এবং এশিয়ার বিখ্যাত দত্তনগর কৃষি খামারে মোটরসাইকেল ট্যুরের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
'মাগুরা বাইকার' গ্রুপ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মাগুরা বাইকার গ্রুপের ফাউন্ডার এডমিন মোঃ ফয়সাল আলম জানান, ঊশৃংখল যুবসমাজকে সঠিক পথ দেখানো ও মাদকমুক্ত মাগুরা গড়ার লক্ষে এবং রক্তদান, সামাজিক বিভিন্ন মানবিক উন্নয়নমূলক কার্যক্রমের চিন্তা থেকেই "মাগুরা বাইকার" গ্রুপের সূচনা হয় এবং সূচনা লগ্ন থেকে অদ্যাবধি সুনামের সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে 'মাগুরার বাইকার' গ্রুপ এবং ভবিষ্যতেও তাদের এই ধরনের সামাজিক অবক্ষয় থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।


আপনার মূল্যবান মতামত দিন: