
মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা (যশোর) প্রতিনিধি।।
যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের সতীঘাটা কামাল পুর নতুন বাজারে বিড়াল জাতি হনুমানটি খাদ্য সংগ্রহের কালে তা এক নজর দেখার জন্য জনগণের ভীড়। বুধবার সকাল ১০-৩০ মিনিটে সতীঘাটা নতুন বাজারে বিড়াল জাতি হনুমানটি খাদ্য অভাবে একটি আম গাছে বসে মেটে আলুর ফল খেতে দেখা যায়। জানাযায় বুধবার সকালে এই বিড়াল জাতি হনুমানটি দেখে এলাকার জনগন তাকে খাবার খেতে দেয় এবং তা খেয়ে মজা না পেয়ে বাজারে পাশে থাকা একটি আম গাছের মেটে আলুর ফল ঝুলছে দেখে বিড়াল জাতি হনুমানটি আম গাছে উঠে পড়ে সে আলু খেতে লাগল এবং স্থানীয় জনগণ তা দেখে তারা অনুভব করতে লাগলো আর বলতে লাগলো আজ এই বিড়াল জাতি হনুমানটি সতীঘাটা নতুন বাজারে এসে খাবার সংগ্রহ করার কালে জনগণ তা দেখে তারা অনুভব করতে লাগলো আর বলতে লাগলো পেটের ক্ষুধা লাগলে কি না করে কোথায় না যেতে হয়। কেশবপুর উপজেলা থেকে বিড়াল জাতি হনুমানটি খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় দেখা মেলে।

আপনার মূল্যবান মতামত দিন: