নির্বাচন থেকে সরে গেলো সতন্ত্র-প্রার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ১২:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ১২:৩৬

ছবি সমসাময়িক

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দারিয়াপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন কানন নির্বাচন থেকে সরে দাড়ালেন। তিনি আজ দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এমন ঘোষণা দেন। শুধু তাই নয়, জননেত্রী শেখ হাসিনার উপর আস্হা রেখে ইউনিয়নের নৌকার প্রার্থী আব্দুস সবুরের পক্ষে কাজ করারও প্রতিশ্রুতি দেন। শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি খবির হোসেন খান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের মাগুরা জেলা শাখার আহ্বায়ক রাজা মিয়া, সাংবাদিক সাইফুল্লাহ, অপূর্ব মিত্র, লেলিন জাফর, মহসিন মোল্যা,জিল্লুর রহমান সাগর, তাসিন জামান, মিরাজ আহম্মেদ প্রমুখ। এ সময় সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন কানন সংবাদ মাধ্যমকে বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্হা রেখে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেই সাথে আমি এবং আমার নেতাকর্মীরা নৌকা প্রার্থীর পক্ষে কাজ করবো। এ সময় তিনি আরো বলেন মূলত শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সময় লেগেছে, ভবিষৎ রাজনীতির কথা চিন্তা করে ঘোড়া প্রতিকে সতন্ত্র প্রার্থীর যে নির্বাচন আমি করতে চেয়েছি তা একমাত্র জননেত্রীর সন্মান ও আস্হার প্রতিদান দিতে চাই।


আপনার মূল্যবান মতামত দিন: