
নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর।।
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাফেজা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছেন তাঁর দেবর শরিফুল ইসলাম। সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত রাফেজাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার বিকালে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন রাফেজা খাতুনের স্বজনরা। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শরিফুল। রাফেজা খাতুন মোবারকপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শরিফুল ইসলাম তাঁর আপন ছোট ভাই। গৃহবধূর ভাই আবু হুরায়রা বলেন, সোমবার সকালে আমার ভাগ্নে তানভীর (৫) ও শরিফুলের ছেলে নাহিদ (৫) স্কুলে যায়। ওই সময় তারা দুজনে মারামারি করে। বিষয়টি বাড়ি এসে নাহিদ তার আব্বুকে জানায়।

আপনার মূল্যবান মতামত দিন: