মণিরামপুরে দেবরের দার কোপে ভাবি আহত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ১১:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ১১:৩৬

ছবি সমসাময়িক

নিজস্ব প্রতিবেদক,মণিরামপুর।।

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাফেজা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছেন তাঁর দেবর শরিফুল ইসলাম। সোমবার (১৩ ডিসেম্বর) উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত রাফেজাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার বিকালে মনিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন রাফেজা খাতুনের স্বজনরা। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শরিফুল। রাফেজা খাতুন মোবারকপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শরিফুল ইসলাম তাঁর আপন ছোট ভাই। গৃহবধূর ভাই আবু হুরায়রা বলেন, সোমবার সকালে আমার ভাগ্নে তানভীর (৫) ও শরিফুলের ছেলে নাহিদ (৫) স্কুলে যায়। ওই সময় তারা দুজনে মারামারি করে। বিষয়টি বাড়ি এসে নাহিদ তার আব্বুকে জানায়। তখন শরিফুল ক্ষিপ্ত হয়ে আমার ভাগ্নে তানভীরকে মারপিট করে। আমার বোন রাফেজা এ ঘটনার প্রতিবাদ করলে শরিফুল তাঁকে বেদম পেটায়। ভয়ে আমার বোন দৌঁড়ে দরজা লাগিয়ে নিজ ঘরে আশ্রয় নেন। তখন শরিফুল দা নিয়ে তাঁকে ধাওয়া করে। আবু হুরায়রা বলেন, এরপর জোর করে ঘরে ঢুকে সে দা দিয়ে আমার বোনের পিঠে ও মাথায় দুটো কোপ দেয়। মণিরামপুর থানার ওসি নূর-ই-আলম সিদ্দীকি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের জন্য আমি নিজে সোমবার রাতে মোবারকপুর গ্রামে অভিযান চালিয়েছি। আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেফতারের পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: