ডিজিটাল দিবসে আলোচনা ও শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ০১:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১ ০১:৪১

ছবি সমসাময়িক
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।। মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে মাগুরা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত দেশের সকল জনগণ’ এই শ্লোগান নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি সারা শহর প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট প্রাঙ্গণে ফিরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম মহোদয়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু নাসির বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আফাজ উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: