অভয়নগরে নিখোঁজের ৩ দিন পর নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১ ১৮:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১ ১৮:৪২

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

যশোরের অভয়নগরে নিখোঁজের ৩ দিন পর অর্ধগলিত অবস্থায় রোকেয়া বেগম(৬৫) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ১৩ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় ভৈরব নদে উদ্ধার অভিযান পরিচালনা করে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত রোকেয়া বেগম উপজেলার শংকরপাশা গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী। জানা যায়, তিনদিন আগে নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় গোসল করতে নেমে নদীর পানির স্রোতে নিখোঁজ হয় রোকেয়া বেগম। এলাকাবাসী ও স্বজনরা অনেক খোঁজা খুজি করে তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে খুলনা থেকে আসা একটি ডুবরীদল মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অপমৃত‍্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: