গাসিক ভারপ্রাপ্ত মেয়রের বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১ ১২:২৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১ ১২:২৯

ছবি সমসাময়িক

মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো আসাদুর রহমান কিরণ। শনিবার(১১ ডিসেম্বর)ভোরে টঙ্গী থেকে পাঁচ শতাধিক দলীয় নেতাকর্মী ও পরিষদের সদস্যদের নিয়ে করে বিশাল গাড়িবহরে গোপালগঞ্জের টুঙ্গী পাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে মাওয়া ফেরি ঘাট পার হয়ে স্থানীয় পাচ্চর উচ্চ বিদ্যালয় মাঠে সফরসঙ্গীদের নিয়ে লাঞ্চ করেন। বাদ আসর বিশাল গাড়ী বহর নিয়ে টুঙ্গী পাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে পৌছান। পরে পরিষদের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।এসময় তার সাথে ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি মো. ওসমাম আলী, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, ২য় প্যানেল মেয়র আব্দুল আলিম মোল্লা, ৩য় প্যানেল মেয়র আয়শা আক্তার আশা, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আবুল হোসেন, মো. গিয়াস উদ্দিন সরকার, মো. নাসির উদ্দিন মোল্লা, কাজী আবু বকর সিদ্দিক, শাহ আলম রিপন, ঢাকা উত্তর সিটি করপোরেশমের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, ৫৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক আলী আফজাল খান দুলু, শ্রমিক নেতা মতিউর রহমান বিকম, খালেদুর রহমান রাসেল,যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুর প্রমুখ। এছাড়াও গাজীপুর ও টঙ্গীর অর্ধশতাধিক সাংবাদিক গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণের সফরসঙ্গী ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: