মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজগঞ্জের যুবকের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১ ০৯:৪২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১ ০৯:৪২

ছবি সমসাময়িক

উত্তম চক্রবর্তী,যশোর।।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা গ্রামের যুবক শরিফুল ইসলামের (২৫) লাশ দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর-২০২১) সকালে স্থানীয়ভাবে জানাযা শেষে ঝাঁপা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে নিহতের লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে নিহতের স্বজনেরা লাশটি গ্রহণ করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। জানাযায়, শরিফুল ইসলাম রাজগঞ্জের ঝাঁপা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। গত ১৯ নভেম্বর-২০২১, সন্ধ্যায় মালয়েশিয়ার পেনাং শহরে একটি রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হন তিনি। স্থানীয় শাহিন জানান, শরিফুল ইসলাম প্রায় ৯ বছর মালয়েশিয়া প্রবাসী। এরমধ্যে কয়েকবার বাড়িতে এসেছিলো। বাড়িতে তার পিতা, মাতা, স্ত্রী ও ৮ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শরিফুলের মরদেহের কফিন বাড়িতে আসলে স্বজনদের কান্না আর আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠে এবং তার অকাল মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।


আপনার মূল্যবান মতামত দিন: