অবশেষে লাশ মিলল আলামিনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১ ১৩:২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১ ১৩:২৩

ছবি সমসাময়িক

রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।

মাগুরা শালিখা উপজেলার ৪ নং শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের ২ দিন আগে নিখোজ আলামিনের লাশ মিললো বাঘারপাড়া উপজেলার বুধইপুর এলাকায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার পর তার ভাড়ায় চালিত ইজিবাইক সহ হারিয়ে যাই আলামিন নামের এই যুবক, ঘটনার ৪৮ ঘন্টা পর পরিবার পেল লাশ অবস্হায়। মৃত আলামিনের পিতা মোস্তাফিজুর রহমান শালিখা উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা, ১ ছেলে ও ২ মেয়ে এবং নব্য বিবাহিত পুত্রের স্ত্রী নিয়ে তাদের পরিবার, কিন্ত গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর যখন পুত্রের ব্যবহারকৃত মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাই তখন থেকে আজ বেলা ১০টা পর্যন্ত এলাকার সকলে মিলে যুবকের সন্ধানে নেমে পড়ে, কিন্তু কিছুতেই খোজ পাচ্ছিলেন না। ঘটনাক্রমে আজ বাঘারপাড়ার ছাতিয়ানতলা বুধইপুর এলাকায় পাওয়া গেলো মৃত আলামিনের লাশ। হরিশপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন দৈনিক সমসাময়িক কে জানান, মৃত আলমিন অত্যন্ত বিনয়ী ও ভদ্রছেলে ছিলেন, গত ৫/৬ মাস আগে বিবাহ করেছে, এলাকায় সে সিমাখালী থেকে শালিখা রোডে ইজিবাইক চালিয়ে জীবনযাপন করতো, গত বৃহস্পতিবার ছেলেটি হারিয়ে গেলে এলাকায় সকলে মিলে খোজার চেষ্টা করছিল, আজ ১১ দিকে জানতে পারলাম তাকে মৃত অবস্হায় বাঘারপাড়ার বুধইপুর পাওয়া গেছে, ছেলেটির অনাঙ্কাংখিত মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছাড়া নেমে এসেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাঘারপাড়া পুলিশ ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে যশোর মেডিকাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় গুঞ্জন উঠেছে, এটা শুধু একটা ইজিবাইকের জন্যে হত্যা নাকি অন্য কোন উদ্দ্যেশ্যে আলামিনকে হত্যা করা হলো


আপনার মূল্যবান মতামত দিন: