
অনলাইন নিউজ ডেস্ক।।
যশোর কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই মোঃ কামাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শহরের খড়কী এলাকায় অবস্থিত জিলা স্কুল ও সার্কিট হাউজ এলাকার মধ্যবর্তী পাকা রাস্তার উপরে কিছু উঠতি বয়সের সংঘবদ্ধ যুবকেরা এলাকায় তাদের আধিপত্য বিস্তার এবং আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে প্রতিনিয়ত রাস্তার পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মহড়া দেয়। তাদের অত্যাচারে এলাকাবাসী ভীতসন্ত্রস্ত এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে খুবই চিন্তিত। এলাকা দিয়ে তাদের ছেলে- মেয়েদের চলাচল মোটেও নিরাপদ না। এমন অভিযোগের ভিত্তিতে এসআই মোঃ কামাল হোসেন ঘটনার সত্যতা যাচাই করতে গোপনে ওই এলাকায় সরেজমিনে খোঁজ নেন এবং অভিযোগের সত্যতা পেয়ে পরবর্তীতে তিনি সম্পূর্ণ বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাগণকে অবহিত করেন এবং তাদের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম সহ তার নেতৃতে একটি টিম উক্ত কিশোর গ্যাং চক্রের সদস্যদের ধরতে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ঘটনাস্থল জিলা স্কুল এবং সার্কিট হাউজ এলাকায় অবস্থান করে উক্ত চক্রের সক্রিয় ০৯(নয়)সদস্যকে আটক করেছেন বলে থানা সূত্র নিশ্চিত করেছেন। আটকের পর তাদের মধ্য থেকে শিশু মোঃ শোইয়াব ইসলাম এর হাতে একটি খোলা চাকু উদ্ধার করেন এবং পরবর্তীতে অন্যদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রত্যেকে নিজেদের পরিহিত প্যান্টের পকেট হতে একটি করে দেশীয় অস্ত্র(চাকু) বের করে দেয়, যা অত্যন্ত ধারালো এবং টিপ দিলে খুলে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে এই চক্রের আরো আনুমানিক ৭/৮ জন দৌড়ে পালিয়ে যায় যাদের কে ধরতে অভিযান এখনো চলমান আছে বলে জানান এসআই মোঃ কামাল হোসেন। গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানাঃ- ১।মোঃ শোইয়াব ইসলাম (১৪), পিতা-মোঃ তাজুল ইসলাম, সাং-বেজপাড়া আনছার ক্যাম্পের পাশে (ভাসমান) জনৈক মোল্লা জাহিদের বাড়ীর ভাড়াটিয়া, (শিশু), ২। মোঃ ইয়াছিন আরাফাত (১৬), পিতা-মোঃ রাজু শেখ, সাং-মুড়লী মহাসিন স্কুলের পাশে,(শিশু), ৩। মোঃ নাঈম হাওলাদার (২২), পিতা-রবিউল ইসলাম, সাং-রঘুরামপুর মসজিদের পাশে, ৪। বিপ্লব হোসেন (১৯), পিতা-মিজানুর রহমান, সাং-ঘুরুরিয়া সরকারী আবাসন, বর্তমানে বাসা নং-৯৮, ব্লক এফ, উপশহর, ৫। মোঃ মিরাজ হোসেন (১৯), পিতা-সেলিম শেখ, সাং-শেখহাটি সরদারপাড়া, কালিতলার পাশে, ৬। সাজ্জাদ হোসেন @ তপু (১৯), পিতা-মোঃ রাজ্জাক হোসেন, সাং-বড় ভেকুটিয়া, ৭। ইব্রাহিম হাসান (২৪), পিতা-মোঃ কামরুল হাসান, সাং-নওদাগ্রাম বিশ্বাস বাড়ীর মোড়, ৮। মোঃ রাসেল (৩০), পিতা-শওকত সরদার, সাং-বড় ভেকুটিয়া (আইনে সংঘাতে জড়িত শিশু), ৯।শিশু, ইমদাদুল শেখ (১৬), পিতা-মোঃ মাসুদ শেখ, সাং-মুড়লী খাঁ পাড়া নাজনীন চেয়ারম্যানের বাড়ীর পাশে, এ/পি- মুড়লী স্কুলপাড়া, জনৈক দীপ (ভেটোনারী) পশু ডাক্তারের বাড়ী ভাড়াটিয়া, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর। উদ্ধারঃ ০৯(নয়) টি দেশীয় ধারালো চাকু। এসংক্রানে কোতয়ালী মডেল থানার একটি মামলা হয়েছে মামলা নং-২১ তাং-১০/১২/২০২১ইং, ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রুত বিচার) ২০০২ আইনের ৪/৫ রুজু হয়েছে।আপনার এলাকাটি সন্ত্রাস,মাদক,চাঁদাবাজ এবং কিশোর গ্যাং মুক্ত করতে জেলা পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করুন। মনে রাখবেন তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
জনসচেতনতায়ঃ জেলা পুলিশ যশোর।
ধন্যবাদান্তেঃ-পুলিশ মিডিয়াসেল, যশোর।

আপনার মূল্যবান মতামত দিন: