সময়ের মূল্যবোধ- মাহফুজুর রহমান সাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ১৩:৫৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ১৩:৫৮

ছবি সমসাময়িক
সময় মানব জীবনের ঐশ্বর্য, স্রষ্টার দেয়া এক অমূল্য সম্পদ। সময়ের বিবেচনায় পৃথিবীর সকল কিছু শৃঙ্খলার কাছে নত।সূর্য উদয় হয়, চলেও নিয়মতান্ত্রিকভাবে। আবার সময় মতো অস্ত যায়।অনুরুপ চাঁদ সূক্ষভাবে উদয় হয়। এর পর বড় হতে থাকে এবং এক পর্যায়ে পূর্ন হয়। তারপর ধীরে ধীরে হ্রাস পেতে থাকে।ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষও আছে। পুরো জীবনের সমষ্টি হলো সময়।সময় অতিক্রান্ত হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। যে এর সঠিক ব্যবহার করবে সংসার সমরাঙ্গনে সেই সফল হবে। বিখ্যাত আইরিশ লেখিকা মারিয়া এজগ্রোথ বলেন আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের যত্ন নিবে।পৃথিবীতে যারাই সফল হয়েছেন তারা সকলেই সময়ের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছেন। আপনি যদি কোনো সফল ব্যক্তিকে জিজ্ঞেস করেন, একজন মানুষের জীবনের সবচেয়ে বোকামির কাজ কি? তখন সে উত্তর দিবে "যে সময়ের মূল্য বোঝেনা বা নিজের সময়কে যে কাজে লাগায় না"।আজ যারা যুগে যুগে দার্শনিক বিজ্ঞানী হিসেবে সুপরিচিত তারা কেউই সময় এর অপব্যবহার করে নি।সময়ের যথাযথ মূল্যায়ন করার কারনে আজও অ্যারিস্টোটল কে স্মরণ করা হয় তার কীর্তির জন্য।যুগে যুগে অসংখ্য মানুষ সময়ের সদ্ব্যবহার করে রেখে গেছেন কীর্তি,সেজন্য তারা লোকান্তর হয়েও বেঁচে আছেন মানবহৃদয়ে। এর বাস্তব উদাহরণ "ইবনে সিনা"। জীবনে কেউ যদি অসাধারণ হতে চায় সে যেন সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। সময়ের প্রতিটি মুহূর্তকে দখল করা মানে সফলতার নিকটবর্তী হওয়া।এজন্যই ফিলিপ ষ্টানহোপ বলেন সময়ের সত্যিকারের মূল্য দাও প্রতিটি মূহুর্তকে দখল করো। আলস্য করো না।যে কাজ আজ করতে পারো না তা কালকের জন্য ফেলে রেখো না। একবার আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ কে জিজ্ঞেস করা হয়েছে, সৌভাগ্যবান কারা? রাসূল (সা:) বলেন,সৌভাগ্যবান তারাই যারা দীর্ঘায়ু লাভ করেছে এবং তা নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছেন।পুনরায় জিজ্ঞেস করা হলো,দুর্ভাগা কারা? তিনি বললেন দুর্ভাগা তারাই যারা দীর্ঘায়ু পেয়েছে এবং বদ আমলের মাধ্যমে অতিবাহিত করেছে । (তিরমিজি :২৩২৯,মুসনাদে আহমাদ ১৭৭৩৪)এজন্যই যারা যুগে যুগে সফল হয়েছেন তারা সময়ের যথাযথ মূল্যায়ন করেছেন। আমরা যদি আমেরিকা, জাপান, লন্ডন রাশিয়া সহ উন্নত রাষ্টের দিকে তাকাই তাহলে দেখতে পাব যে তারা সময়ের কাজ সময়ে করার কারনে আজ বিশ্বের বুকে উন্নত প্রযুক্তি আবিস্কারের মাধ্যমে প্রভাব বিস্তার করছে। কিন্ত আমরা বাঙালীরা জিজ্ঞেস করি ৮ টার গাড়ী কয়টায় ছাড়বে? একারনেই আমাদের এত অধঃপতন। প্রবাদে আছে,"Time and tide wait for none"- সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই যে যত বেশী সময়ের ব্যপারে সচেতন হবে তার জীবন ততই উজ্জ্বল হবে। "ওয়াটার লো" -এর যুদ্ধে নেপোলিয়নের সেনাপতি নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পর হাজির হওয়ায় তার শোচনীয় পরাজয় ঘটেছিলো। তাই বলা হয় সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।যে সময়ে যা করা দরকার তখন সেটা করাই বুদ্ধিমানের কাজ। যারা সময়কে মূল্যায়ন না করে বাতাসের মতো ভেসে বেড়ায়, যারা সময়কে মূল্য না দিয়ে শিমুল ফুলের মত উড়ে বেড়ায় দিগ দিগন্তে,ওরা ইতিহাস তৈরী করতে পারে না।ইতিহাস তৈরী করতে পারে তারাই যারা স্রোতের বিপরীতে সংগ্রাম করে , সময়ের মূল্য দেয়।জীবনের পরিসর খুবই ক্ষীন, তাই আমাদের উচিত সময়ের প্রতি সচেতন হওয়া।সময়ের প্রতি যত্নবান হওয়া। তাহলেই একটি আদর্শ জীবন গঠন করা সম্ভব।


আপনার মূল্যবান মতামত দিন: