
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।
দুরারোগ্য ব্যধিতে (ডায়াবেটিক ফুট রোগ) আক্রান্ত হয়ে অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে না পেরে যশোরের মণিরাপুরের রাজপথ কাঁপানো উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রবের দু’টি পা কর্তন করতে হয়েছে। বর্তমানে পা বিহীন অবস্থায় পরিবার, পরিজন নিয়ে অসহায়ের মতো দিনাতিপাত করছেন তিনি। তার দূরাবস্থার কথা চিন্তা করে মনিরামপুর বন্ধু ফোরম, এস এস সি-১৯৯১ ব্যাচের প থেকে বন্ধু রবকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। আব্দুর রবের এ দূঃসময়ে-শুক্রবার সন্ধ্যায় তার বাড়ীতে মনিরামপুর বন্ধু ফোরম, এস এস সি-১৯৯১ ব্যাচের প থেকে বন্ধু রবকে আর্থিক এ সহয়তা প্রদান করা হয়। এ সময়ে উপজেলা উপস্থিত ছিলেন অ্যাড. বশির আহম্মেদ খান, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সাংবাদিক ইলিয়াস হোসেন, ব্যবসায়ী শাহিন হোসেন, মোশাররফ হোসেন, জামাল হোসেনসহ প্রমুখ। আব্দুর রব ১৯৯৪ সালে মণিরামপুর সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছেন। এরপর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সে স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলেন। শতবাধা বিপত্তি আসলেও কখনো দল তথা নৌকার সাথে বেইমানী করেননি এই নেতা। অদ্যবধি তিনি রাজনীতি থেকে এতটুকু সুবিধা গ্রহণ করেছেন এমন কোন নজির নেই। বরাবরই রব ছিল আওয়ামী নীতি আদর্শে বিশ্বাসী। একজন আদর্শ মুজিব সৈনিক।

আপনার মূল্যবান মতামত দিন: