মনিরামপুরে সাংবাদিক হালিম বিশ্বাসের বড় ভাই হামিদ বিশ্বাসের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ১৩:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১ ১৩:৪৮

ছবি সমসাময়িক

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি।।

মনিরামপুরে সাংবাদিক অধ্যাপক বিএম আব্দুল হালিম বিশ্বাস ও সাংবাইদক আব্দুল আলিম বিশ্বাসের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হামিদ বিশ্বাস শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী----রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। শনিবার সকাল ১১ টায় উপজেলার মুন্সিখানপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। হামিদ বিশ্বাসের ভাই মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক সাংবাদিক বিএম আবদুল হালিম বিশ্বাস জানান, তার বড়ভাই লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে যশোরের কুইন্স হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। পৌর শহরের দক্ষিনমাথায় অবস্থিত বিশ্বাস বাড়ির মালিক আফসার বিশ্বাসের সাত ছেলে-মেয়ের মধ্যে হামিদ বিশ্বাস ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, দুই ভাই, চার বোন, স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। শনিবার সকাল ১১ টায় উপজেলার মুন্সিখানপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: