রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১৬:৫৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১৬:৫৬

ছবি সমসাময়িক

উত্তম চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক মণিরামপুর।।

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর-২০২১) বেলা সাড়ে ১১টার সময় বিদ্যালয় মাঠে এক উৎসব মুখোর পরিবেশে এ ফলাফল প্রকাশ করা হয়। পর্যায়ক্রমে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আব্দুর রশীদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রশীদ, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবছর এ বিদ্যালয় থেকে সকল শ্রেণির ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার কারি শিক্ষার্থীদের সনদপত্র ও মহামূল্যবান বই উপহার দেওয়া হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: