বেগম রোকেয়া দিবসে ৫ নারী পেলেন সন্মননা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১৬:৫২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১৬:৫২

ছবি সমসাময়িক

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।

নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়ার ১৪১তম জন্মদিন ও ৮৯তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া দিবস পালিত হলো। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী মজুমদার। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি অধ্যাপক গোলাম সরোয়ার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু । বেগম রোকেয়া দিবস-২০২১ উপলক্ষে উপজেলার ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়, তারা হলেন- সফল জননী – ড. মাজেদা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী-বিউটি রানী শাখারী, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে মিলিনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী- মিতা বেগম, এবং সমাজ উন্নয়নে- মর্জিনা খাতুন ।


আপনার মূল্যবান মতামত দিন: