বীমা করার ৫ দিন পর মৃত্যুঃ নমিনীর কাছে চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১৬:৪৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১ ১৬:৪৫

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

সোনালী লাইফ ইন্সুরেন্স মরনোত্তর বীমা করার পাঁচ দিন পর মৃত্যু বরন করা গ্রাহকের নমিনীর কাছে চেক হস্তান্তর করেছে বিমা কোম্পানির কর্মকর্তাবৃন্দ। খুলনার ফুলতলা উপজেলা ৩নং জামিরা ইউনিয়নে মৃত কিনু মোল্যার পুত্র কামরুজ্জামান পেশায় একজন কৃষক ছিলেন। তিনি সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেডে এক হাজার টাকা জমা দিয়ে তার স্ত্রীকে নমিনী করে এক লক্ষ এক হাজার তিনশত টাকার একটি পলিসি করেন। পলিসি করার পাঁচ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরন করলে বীমার এক লক্ষ এক হাজার তিনশত টাকার একটি চেক তার স্ত্রী রজিনা বেগমের কাছে হস্তান্তর করেছে বীমা কর্মকর্তারা। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪.৩০ মিনিটে ফুলতলা উপজেলার ৩ নং জামিরা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ চেক হস্তান্তর করা হয়। এসময় বীমা করার বিভিন্ন সুবিধা সম্পর্কে সাধারনকে অবগত করার উদ্দেশ্যে একটি আলোচনা সভার অয়োজন করা হয়। মোঃ মিজানুর রহমান বিপ্লবের সঞ্চালনায়, উক্ত সভায় জামিরা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ দলিল উদ্দিন মোল্লার (দুলু) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজার (যশোর) মোঃ আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফিনান্সিয়াল এসোসিয়েট মোঃ আসাদুজ্জামান লিন্টু, সন্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর শাখা'র সভাপতি এম এম মাহবুবুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী। সাউদার্ন স্কুল এণ্ড কলেজ’র প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। মাস্টার মাইণ্ড স্কুলের সহকারী শিক্ষক বিপ্লব কুমার মল্লিক। ফিনান্সিয়াল এসোসিয়েট মোঃ সফিকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং জামিরা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম সরদারসহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।


আপনার মূল্যবান মতামত দিন: