যশোরের কুয়াদায় ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১ ০৭:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১ ০৭:৪৮

ছবি সমসাময়িক

মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা (যশোর) প্রতিনিধি।।

যশোরের কুয়াদায় বাজারের ইউনুচ মার্কেট এর সামনে পাঁকার উপর হতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিল ও একটা মোটরসাইকেলসহ চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। সোমবার ৬ ডিসেম্বর যশোরের ডিবি পুলিশের একটা চৌকস টিম সকাল ১০ টায় কোতয়ালী থানা রাজারহাট টু মনিরামপুরগামী সড়কের কুয়াদা বাজারের ইউনুচ মার্কেট এর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত ৩ মাদক ব্যবসায়ীকে ৬০ বোতল ফেনসিডিল ও একটা মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন। আসামীরা হলেন, আলী হোসেন, সুমন হোসেন, ও রাজু আহম্মেদ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার কৃত মালামালের মূল্য ১,২০,০০০/(এক লক্ষ বিশ হাজার) টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ সংক্রান্তে এ এস আই নির্মল কুমার ঘোষ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।


আপনার মূল্যবান মতামত দিন: