
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
বৈরী আবহাওয়া মধ্যেও জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ মাগুরার আছাদুজ্জামান স্টেডিয়ামে ৩৩৩ জন গ্রামপুলিশের মধ্যে বাইসাইকেল বিতরণ প্রদান করা হলো। বাইসাইকেল বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সাইফুজ্জামান শিখর। উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, ও মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জেলা উপ-পরিচালক( ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার জনাব মোঃ আফাজ উদ্দিন। সন্মানিত অতিথি হিসাবে আরো উপস্হিত ছিলেন মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র জনাব খোরশেদ আলম টুটুল। এসময় আরো উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার ইউ,এন,ও জনাব ইয়াসিন কবির সহ আরো অনেকে। মাগুরা জেলার মোট চারটি উপজেলায় ৩৩৩ জন গ্রাম পুলিশের মধ্যে জেলা প্রশাসন কর্তৃক ৩৩৩টি বাইসাইকেল বিতরণ করেন।

আপনার মূল্যবান মতামত দিন: