হোম মেইড থেকে এবার যশোরে চালু করলো উন্নতমানের রেস্টুরেন্ট ‘বৃষ্টি ফুড ল্যান্ড’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১ ১০:১২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১ ১০:১২

ছবি সমসাময়িক
তাজাম্মূল হুসাইন: বাহারি নানা স্বাদের খাবারের সমাহার নিয়ে যশোরে চালু হলো উন্নতমানের রেস্টুরেন্ট ‘বৃষ্টি ফুড ল্যান্ড’। সম্প্রতি যশোরের প্রানকেন্দ্র পৌরপার্ক রোডে ব্যতিক্রমধর্মী এই রেস্টুরেন্ট উদ্বোধন করেন যশোরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক ডিজিএম মো: গোলাম হাফিজ পাভেল। প্রতিষ্ঠানের মালিক ফারজানা ইয়াসমিন বৃষ্টির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: এইচ আর তুহিন, যশোর স্টাটআপ সভাপতি মো: জহির ইকবাল নান্নু, বিশিষ্ট নাট্যজন ও সামাজিক ব্যক্তিত্ব মো: নাছির উদ্দীন মিঠু। হোটেলটির মালিক তরুণ উদ্যোক্তা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বলেন, পৌরপার্ক রোডে উন্নত মানের কোন খাবার হোটেল ছিলোনা। যে কারণে এই এলাকার মানুষের একটা আকাঙ্খা ছিলো যাতে এখানে একটা উন্নত মানের খাবার হোটেল হয়। এই বিষয়টি মাথায় নিয়ে আমি এখানে একটি খাবার হোটেলটি চালু করেছি। আমার হোটেলে লুচি, ডাল, তরকারি, চিতই পিঠা, গরুর মাংস, ছিটা রুটি, রাজ হাঁসের মাংস, সাদা ভাত, ডালের বড়া, বিভিন্ন ভর্তা, মাশরুমের চপ, মাশরুমের স্পেশাল চাসহ সকল প্রকার চা মধু দিয়ে তৈরি করা হবে। দিন-রাত ২৪ ঘন্টা হোটেল খোলা থাকবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার হোটেলে এসে খাবার খাওয়ার জন্য।’  


আপনার মূল্যবান মতামত দিন: