
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
আসন্ন ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন সংগ্রহকারী স্বতন্ত্রপ্রার্থী আনিচুর রহমান কনকের মনোনয়ন প্রত্যাহারের মধ্যদিয়ে জমে উঠেছে ৭ নং সব্দলপুর ইউনিয়নের ভোটের হিসাব/নিকাষ।
আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের শক্তিশালী সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি সম্মান ও ভালবাসার করণে ৭ নং সব্দালপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের পরিক্ষিত নেতা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান (কনক) মনোনয়ন পত্র প্রত্যাহার করেণ।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ রবিবার তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেণ।
মনোনয়ন প্রত্যাহারের সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলার চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৮ নং নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, দ্বারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: