
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধিঃ।।
মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের নৌর্কা প্রতীকের নবনির্বাচিত দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু দেওয়া হলো ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা।
উক্ত সংবর্ধনা সভায় বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেম্বার সুরমান মোল্যা,মান্নান শিকদার, জসিম মোল্যা,ওলিয়া রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
প্রধান অতিথি বক্তৃতায় চেয়ারম্যান ঝন্টু বলেন, আপনাদের সকলে প্রচেষ্টায় দ্বিতীয় মেয়াদে আমাকে চেয়ারম্যান করায় ইউনিয়নবাসি কে সালাম ও শুভেচ্ছা, আপনাদের সাথে নিয়ে মাদক, সন্ত্রাস ও দালাল মুক্ত মডেল ইউনিয়ন গড়ার যে শপথ আমি নিয়েছিলাম, ইনশাল্লাহ এটা সকলকে সাথে নিয়ে ইউনিয়নবাসি সে স্বপ্ন আমি পূরণ করতে সক্ষম হবো।
আপনারাই দল-মত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে শতখালী ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তার করবো।
তিনি আরও বলেন শতখালী ইউনিয়নের সবাই আমার ভোট করেনি, তাই বলে আপনারা (নৌকার কর্মী) তাদের সাথে উসকানীমুলক কথাবার্তা বলবেন না। আমরা সবাই এই ইইনিয়নের বাসিন্দা, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিবে। শালিখা উপজেলায় শতখালি ইউনিয়ন হবে অন্যন্য ইউনিয়নের রোল মডেল।

আপনার মূল্যবান মতামত দিন: