মণিরামপুরে প্রতারণার ফাঁদে ফেলে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক নারী ॥ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১ ১৩:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২১ ১৩:৪৭

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি।। মণিরামপুরে প্রতারণার ফাঁদে ফেলে সৌদি প্রবাসী এক যুবকের কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। উক্ত টাকা চাইতে গেলে ভূক্তভোগী পরিবারটিকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন ওই নারীর পরিবার। এ থেকে পরিত্রাণ পেতে ভূক্তভোগীর মা উপজেলার খোজালীপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন গাজীর স্ত্রী রিজিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গয়েসপুর গ্রামের তসলিম ব্যাপারী মেয়ে শিউল খাতুনের ১০ বছর আগে প্রেমজ সম্পর্ক ছিলো ভূক্তভোগী সৌদি প্রবাসী মোকাম্মেল হোসেন মোকামের। তাঁদের এ সম্পর্ক পারিবারিক ভাবে মেনে না নেওয়ায় অন্যত্র বিয়ে দেয় প্রেমিকা শিউলী খাতুনের। বিয়ের পরও পিছু ছাড়েনি প্রেমিক মোকাম্মেল হোসেন মোকামের। সম্প্রতি শিউলী খাতুনের মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য তিন লক্ষ টাকা লাগবে, আমাকে ধার দেও বলে মোকাম হোসেনকে মোবাইল ফোনে জানায়। এ সময় মোকাম হোসেন সরল বিশ্বাসে সৌদি থেকে বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা শিউলীকে প্রদান করেন। শিউলী টাকা পরিশোধের জন্য ৬মাস সময় নেন। ছয় মাস পর উক্ত পাওনা টাকা শিউলীর মোবাইল ফোনে চাইলে তিনি টাকা পাবে না বলিয়া যায়। বিষয়টি মোকাম হোসেন তার পরিবারকে জানাইলে তার মা রিজিয়া বেগম শিউলী খাতুনের বাড়িতে টাকা চাইতে গেলে শিউলির পিতা তসলিম, তার চাচা সুলতান ও ভাই রিপন তাদের বাড়ি থেকে বের করে দেয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ থেকে পরিত্রাণ পেতে ভূক্তভোগী মোকাম হোসেনের মা রিজিয়া বেগম বাদী হয়ে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করেন। মণিরামপুর থানার এএসআই অশোক বলেন, ভূক্তভোগীর মা রিজিয়া বেগম থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: