
রাশেদ রেজা, মাগুরা প্রতিনিধি।।
করোনা মহামারি পরবর্তী টেকসই বিশ্ব গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব বিবেচনা করে, এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, "কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ" এর ধারাবাহিকতায় আজ মাগুরার শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ উপলক্ষে প্রতিবন্ধী আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই অনুষ্টানে শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, সুমন মুজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সমাজ সেবা অফিসার ওয়াসিম আকরাম ও শ্রীপুর উপজেলা ছাএলীগের সভাপতি বি, এম আরিফুজ্জামান সাজ্জাদ। এ সভা সঞ্চলনা করেন খাইরুল ইসলাম। সমস্ত অনুষ্টানের সার্বিক সহযোগিতা করেন প্রতিশ্রুতি উন্নায়ন সংস্থা নামের একটি স্বেচ্ছাসেবা সংগঠন। আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী স্কুলের সকল শিক্ষক ও ছাএছাএীরা ও অভিভাবকরা। অনুষ্টানে শেষাং প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: