
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চিরিরবন্দরের ৯নং ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা এস সি উচ্চ বিদ্যালয়ে ১০০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, গরীব-অসহায় ব্যক্তির মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, দূর্গাডাঙ্গা এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার রায় (সাধন) সহ উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা বলেন, "শীতের শুরু থেকে আমরা বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করছি। বিশেষ করে ছিন্নমূল ও হতদরিদ্র কেউ যেন শীতের কষ্ট ভোগ না করে সেজন্য উপজেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে"।

আপনার মূল্যবান মতামত দিন: