মণিরামপুরে পরিক্ষা শুরুর পর সুরাইয়া জানলো সে পরিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১ ০২:৫০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১ ০২:৫০

ছবি সমসাময়িক

মোঃ আরিফুল ইসলাম (মণিরামপুর) প্রতিনিধি।।

সুরাইয়া খাতুন (১৯), যশোরের মণিরামপুরের ঝালঝাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে এবার আলীম পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) তার কোরআন মাজিদ পরীক্ষা ছিলো। কেন্দ্র মণিরামপুর ফাজিল মাদরাসা। কিন্তু পরীক্ষায় বসতে পারেননি সুরাইয়া। পরীক্ষা শুরু হওয়ার আধ ঘণ্টা পর তিনি জানতে পারেন আজ পরীক্ষা শুরু হয়েছে। খবর পেয়ে শ্বশুর বাড়ি থেকে দ্রুত ছুটে আসেন সুরাইয়া। সাথে ছিলো না প্রবেশপত্র। কেন্দ্রে ঢুকে জানতে পারেন পরীক্ষা শেষের আর ১১ মিনিট বাকি আছে। অনেক অনুরোধ করেও পরীক্ষায় বসতে পারেননি এ পরীক্ষার্থী। সুরাইয়া খাতুন বলেন, আমার বাবার বাড়ি ফতেয়াবাদ। এক বছর আগে আগরহাটি গ্রামের মুহিব্বুল্লা নামে এক যুবকের সাথে আমার বিয়ে হয়। তিনি পেশায় রাজমিস্ত্রি। আমি ঝালঝাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে এবারের আলিম পরীক্ষার্থী। ফরমপূরণ করেছিলাম। মাদরাসায় অ্যাসাইমেন্টও জমা দিয়েছি। তিনি বলেন, আজ বৃহস্পতিবার পরীক্ষা শুরু হবে জানতাম না। মাদরাসা থেকে কিছু জানাননি শিক্ষকরা। বইপত্র সব বাবার বাড়ি। আমি শ্বশুর বাড়ি ছিলাম। পরীক্ষার প্রস্তুতি নিতে পারিনি। কোন বিষয়ের পরীক্ষা বলতে পারবো না। বেলা সাড়ে ১০ টার দিকে এক শিক্ষক ফোন করে বললেন পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রবেশপত্র মাদরাসার শিক্ষকদের কাছে রয়েছে। খবর পেয়ে আমি দ্রুত চলে এসেছি। রাস্তায় খুব যানজট ছিলো। এ জন্য আসতে দেরি হয়েছে। মণিরামপুর ফাজিল মাদরাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, পরীক্ষা শুরুর ৫৫ মিনিট পর কেন্দ্রের উপস্থিত অনুপস্থিতের তথ্য শিক্ষা বোর্ড এবং ইউএনও অফিসে পাঠানো হয়েছে। ওই পরীক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ার ১১ মিনিট বাকি থাকতে এসেছে। তখন পরীক্ষায় বসতে দেয়ার সুযোগ ছিলো না।


আপনার মূল্যবান মতামত দিন: