
মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরে উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ আরোহী আহত হয়েছেন। বুধবার রাত ৯ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর উপজেলার সুন্দলপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আজাদ(৩২), আইয়ুব আলী(৩৬) ও তৌহিদুর রহমান(৩৪)। জানাযায়, তৌহিদের বাড়ি মণিরামপুর উপজেলার মশ্বিমনগরে। নানা কারনে গত ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে তৌহিদ বাড়িতে যেতে পারছিল না। তাই সে মণিরামপুর বাজারেই থাকতো। এদিকে তার স্ত্রী সন্তানকে নিয়ে কেশবপুরে পিতৃলয়ে অবস্থান করছে গত দুদিন ধরে৷ সন্তানের সাথে দেখা করতে তৌহিদ কেশবপুরে যাওয়ার জন্য বের হয়। রাত সাড়ে ৮টার দিকে গাড়ি না পেয়ে সেই আইয়ূব ও আজাদকে মোটরসাইকেলে এগিয়ে দিতে বলে। তিনজন একসাথে কেশবপুরে উদ্দেশ্যে রওনা হয়ে বুধবার রাত ৯টার দিকে সুন্দলপুর বাজারস্থ ইটভাটার কাছে পৌচ্ছুলে ট্রাক সাইড দিতে গিয়ে সড়কে থাকা গাছের সাথে মোটরসাইকেলে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় ছিকটে পড়ে আহত হয়। স্থানীয়দের দেয়া খবরে মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে কতব্যরত চিকিৎসক বলেন, একে আজাদকে ভর্তি রাখা হয়েছে। তৌহিদ ও আইয়ুবের অবস্থা আআশংকাজনক হওয়ায় যশোর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত একে আজাদ বলেন, সড়কে কাজ চলছে। রাস্তার কাজের বালু ও পাথর রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, মোটরসাইকেল সামনের দিক থেকে আসা ট্রাক সাইড দিতে গিয়ে ব্রেক কসার বালি ও পাথরে স্লিপ করে রাস্তায় থাকা গাছের সাথে ধাক্কা লাগে।

আপনার মূল্যবান মতামত দিন: