নেত্রীর আস্হার প্রতিদান দিতে চাই- পান্না খাতুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১ ০৪:৪৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১ ০৪:৪৩

ছবি সমসাময়িক

রাশেদ রেজা মাগুরা প্রতিনিধি।।

মাগুরার শ্রীপুরের সব্দালপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পান্না খাতুনের বাড়িতে উঠান বৈঠকের মধ্যদিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। তারাউজিয়াল গ্রামে প্রার্থীর বাড়ির উঠানে উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পান্না খাতুন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্দালপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ,যুবলীগ এবং কৃষকলীগের নেতৃবৃ্ন্দ। উঠান বৈঠকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পান্না খাতুন দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। উনার হাত ধরেই আমরা নারীরা আজ দেশে রাজনীতি করছি এবং এলাকার জনসাধারণের উন্নয়নে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার জন্য আজ দেশে জনগণ নারীনেতৃত্বের ওপর আস্থা রাখতে পারছে, সুতরং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের অগ্রদূত, আমি নেত্রীর আস্হার প্রতিদান দিতে চাই। এবারে নির্বাচনে সভানেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি সবাইকে সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। উঠান বৈঠক শেষে পান্না খাতুন নেতৃবৃৃন্দসহ এলাকার ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর এ ইউনিয়নসহ শ্রীপুর উপজেলার ৭টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মূল্যবান মতামত দিন: