
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর।।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক নির্বাহী সদস্য ও যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী বলেছেন, ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। ধর্মীয় অনুশাসন মেনে চললে মানুষের উত্তম চরিত্র গঠিত হয়। সেই চরিত্রবান মানুষ মানব সেবার মাধ্যমে জাতিকে উন্নত ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করে। তাই আসুন ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধকে জাগ্রত করে ঐক্যবদ্ধ ভাবে আমরা উন্নত জাতি গঠন করি। বুধবার মণিরামপুরের নাগোরঘোপ জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নাগরঘোপ জামে মসজিদের ঈমাম আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি, এনটিভি, আরটিভি ও বাংলা ভিশনের আলোচক আব্দুল্লাহ আল-আমিন। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোরের বাংলাদেশ মাজলিসুল মুফাসইসরীনের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম বিলালী।

আপনার মূল্যবান মতামত দিন: